শহর ঘুমিয়েছ বুঝি?
মাথার উপর
এক ঝাঁক জোনাকি নিয়ে আমি জেগে
পথে বসেছি
এখন তার ছুটি
সে গল্প বলবে
দরজা খুললাম কানের
চুল এলিয়ে গাইবে গান
রাতের গন্ধে মো মো করছে চারিদিকে
আমি এঁকে নেবো তার ঘুম ঘুম চোখ
নাও কোল পেতে দিলাম
মাথা রাখো এইবার
হাত বুলিয়ে দিই ততক্ষণ
যতক্ষণ না নরম আলো মেখে
প্রথম পথিক আসে