রাস্তায় যে হেঁটে যায়
জানে কি সে, কার এই রাস্তা ? এ শহর
কার? এই দেশ ……
নাকি ভাবে সবার ! এ রাজপথ
রাজার এবং ভিক্ষুকের । এ রাজপথ
রাজার এবং ভিক্ষুকের । এই দেশ
ইন্দিরার, এবং যে জেলখানায় রাত কাটায়,তার……
চোপ রও,উল্লুকের বাচ্চা !বাঁচতে চাও,
এই রাস্তা ছেড়ে হাঁটো !বাঁচতে চাও,
ভুলে যাও এই শহরের নাম ! এই দেশ
ফুটপাতে শুয়ে থাকা উলঙ্গের ;
কিন্তু যে উলঙ্গ আকাশের দিকে মাথা রেখে জেগে থাকে, তার নয়।