নীরবতার মিছিল জুড়ে মাটির গন্ধ পাই
হঠাৎ যদি বৃষ্টি নামে তোমার কাছে যাই ।
অভিমানের জলসাঘরে শুন্য আসনখানি
মেঘলা প্রেমের আলিঙ্গনে ছায়ার ঘোমটা টানি ।
উজ্জ্বল দিন অরুণ আলোয় এক মুঠো রোদ্দুর
উর্মিমালায় দোল দিয়ে যায় শান্ত সমুদ্দুর ।
শরৎ আকাশ মেঘের ভেলা নদীর পাড়ে কাশ
রাতনামা চোখ ক্লান্ত শরীর আমাকেই ভালোবাস ।
আয়নায় মুখ মুখোমুখি মন অচেনার আহ্বান
অশ্লেষা স্বাতী বিশাখা মঘা নক্ষত্রের গান ।
ফেরিওয়ালা ডাক অলস দুপুর অলিন্দে একাকীত্ব
আঁচল বিছিয়ে খুঁজে যাই সুখ কল্পে সোহাগী চিত্ত ।
আড়মোড়া ভাঙে হেমন্ত দিন তৃপ্ত সমর্পণ
শিশিরের ফোঁটা নদীতে মিলায় এক হয় দুটি মন ।
উপন্যাসে কালির আঁচড় এঁকে দেয় রূপকথা
নীহারিকা দূরে নিরুপায় প্রেম খেয়ালী প্রগলভতা ।