নিঝুম রাতের নিস্তব্ধতাকে ছাপিয়ে
আবেগে মোড়া কিছু কল্পনারাশি
দূরকে করছে কাছে
অজান্তেই বেরিয়ে আসে প্রশ্ন
রাত তুমি একলা কেনো
চাঁদ যে তোমার আছে
সত্যি বলো, চাঁদকে তুমি
পাও কি তোমার পাশে?
রাত তুমি দেখতে পাও, শুনতে পারো
ভোরের আলোয় মুখ লুকিয়ে
রাতের আকাশ কাঁদে
রাতের আকাশ বুঝতে পারে
সকাল কতটা বন্য
পড়ে থাকা সেই চিলেকোঠা
সে ও আড়চোখে খোঁজে
রাতের লাবণ্য
রাত তুমি স্বপ্ন দেখো?
যেমন সব মেয়ে দেখে প্রতি সহবাসে
” স্বামী সন্তান” সুখী গৃহকোণ
মস্তিষ্কের জঠরে
স্বপ্নের ভ্রূণ প্রতিদিন বারে
সত্যি কি হয়?
বাস্তব আর স্বপ্নের সহবাস
সন্তান আসে কোল আলো করে
স্বপ্নের ভ্রূণ মরে ধীরে ধীরে
রাত তুমি শুনতে পাও
জীবন তোমায় প্রশ্ন করে
বলতে পারো?
কোথায় গেলে সত্যি পাবো
বেচেঁ থাকার আসল মানে
রাত তুমি কাদঁছো কেনো?
বেশ তবে থাক
করবো না আর প্রশ্ন
আবার যদি কাঁদো পাছে
না বললে ও বেশ বুঝেছি
অনেক ব্যাথা তোমার বুকে ও বাঁচে
সত্যি সুন্দর.