Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » রাজনীতির চিত্তাকর্ষক স্লোগান || Pinaki Chowdhury

রাজনীতির চিত্তাকর্ষক স্লোগান || Pinaki Chowdhury

২০২৪ সালে ভারতে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নজরকাড়া প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অতীতে পোড় খাওয়া রাজনীতিবিদদের বক্তব্যের ঝাঁঝ ছিল অ-সা-ধা-র-ণ । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে জনমানসের হৃদয়ে কড়া নাড়তে দেওয়াল লিখন কিম্বা গণসঙ্গীত অথবা চিত্তাকর্ষক স্লোগানের ‌জুড়ি মেলা ভার ! খুব সংক্ষিপ্ত অথচ গভীর অর্থবহ সেইসব কাব্যিক স্লোগানগুলো দ্বারা রাজনৈতিক প্রতিপক্ষকে বাক্যবাণে জর্জরিত করে ভোটারদের সমীহ আদায় করা হয়। আসলে গণ আন্দোলনের ‌জন্মলগ্ন থেকেই এই ধরনের রাজনৈতিক স্লোগান জনমানসে প্রভাব বিস্তার করেছে। তবে প্রথমদিকে কিন্তু রাজনৈতিক স্লোগান বৈদিক মন্ত্রের মতো কিছুটা টেনে উচ্চারণ করা হতো, যা কিনা খুব সহজেই জনসাধারণের মনে গেঁথে যেত ! ভারতের স্বাধীনতা প্রাপ্তির এক দশক পরে আমাদের রাজ্যে খাদ্যসঙ্কট তীব্র হয় ।১৯৫৯ সালে খাদ্য আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালালে প্রায় ৮০ জন মারা যান। তদানীন্তন সময়ে সেই বিখ্যাত স্লোগান ‘ পুলিশ তুমি যতোই মারো / মাইনে তোমার একশো বারো !’ লোকের মুখে মুখে ফেরে ! আসলে তথাকথিত রাজনৈতিক স্লোগানের আড়ালে লুকিয়ে থাকে তীব্র শ্লেষ ! ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে হারাতে জনতা পার্টির নেতৃত্বাধীন বিরোধী দলের স্লোগান ছিল ‘ ইন্দিরা হটাও – দেশ বাঁচাও ‘ যেন সারা দেশে ঝড় তুলেছিল। এখন তো রাজনৈতিক স্লোগানের ছড়াছড়ি। কিন্তু উর্দু কবি ও কংগ্রেস নেতা মৌলানা হাসরত মোহানির ‘ ইনকিলাব জিন্দাবাদ ‘ স্লোগানটি ভগত সিং দ্বারা পরিগ্রহণ করা হয় এবং তার ব্যাপ্তি ছিল বিশাল ! তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ‘ জয় হিন্দ ‘ স্লোগানটি আপামর দেশবাসীকে উজ্জীবিত করেছিল। ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতন হয় এবং রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় তৃণমূলের সেই বিখ্যাত স্লোগান ‘ বদলা নয় , বদল চাই ‘ স্লোগানটি বেশ ইতিবাচক বার্তা বহন করেছিল। বস্তুতঃ ২০১১ সালে বামফ্রন্টের যেন অবিরাম রক্তক্ষরণ শুরু হয়। তবে ইদানিং যেন তারা কিছুটা হলেও পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। ২০২০ সালে বামফ্রন্টের ‘ সরকারে নেই / দরকারে আছি ‘ স্লোগানটি যেন বেশ ইঙ্গিতপূর্ণ ! প্রসঙ্গত, গত শতাব্দীর শেষের দিকে কিন্তু বামেদের স্লোগানগুলো কিছুটা হলেও কলেজ ক্যাম্পাসে সীমাবদ্ধ ছিল। তবে বেশ কয়েক বছর আগে শাহিনবাগ আন্দোলনে দিল্লিতে যে ‘ গোলি মারো ‘ স্লোগান উঠেছিল, তা কোনোভাবেই সমর্থন যোগ্য নয় ! বরং সারা দেশেই নিন্দার ঝড় উঠেছিল। ইদানিং আমাদের রাজ্যে অত্যন্ত জনপ্রিয় স্লোগান হল ‘ খেলা হবে ‘ ! পশ্চিমবঙ্গের রাজনীতিসচেতন মানুষ এখন চুলচেরা বিশ্লেষণ করেছেন ‘ জয় বাংলা ‘ অথবা ‘ জয় শ্রী রাম ‘ কিম্বা ‘ দলবদল নয় – দিনবদল ‘ স্লোগানগুলো নিয়ে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress