কবিতা হবার সম্মতি সুধা তুমিই দিয়েছো নীলা
যতটা সাজাই ততটাই সাজো অক্ষরে অক্ষর ,
এ কী কম পাওয়া ? পৃথিবীজ চাওয়া তবু কম পড়ে কই !
অশ্লীল হবে ? গোপনে যে চাই শারীরিক সাক্ষর ।
গোপনের গীতি প্রকাশ্যে গাওয়া ? রীতি নয় অন্যায়
নীতির পুলিশ খুব ধমকাবে , রাগবে না শুধু নীলা ,
কেননা সে জানে হোক বা না হোক , মনে মধু সঞ্চয়
করে যাবো দূরে সমান্তরাল দুই অভিলাষী টিলা ।
অভিলাষী নাকি ? চুপ থেকো নীলা , আবার সাজাবো কথা
ভাবনার বরে ঊষরেই আঁকি জলের ভিতরে মন ,
মনের আড়াল সরালে দৃষ্টি বৃষ্টিতে ঝলোমল
টিকটিক রঙে মন্দার ফোটে , বুঝে নাও দর্পণ !
দর্পণ বলো , কেউ ভাববো না , শুনবো তোমার কানে
নীলা কি বলেছে , টিলা কি জ্বেলেছে , মেঘে ঢাকা চুপিসার ?
— শীত শিঙ্গার , ঘেমো টঙ্কার , অভ্যেসে জেরবার
বল্কলে এসো , আনকোরা করো রহস্য অভিসার ।