জেগে আছো জন্মদাগে , কিভাবে ঘুমোবো ?
বিজনে বৈঁচি- আলো , কোথায় লুকোবো ?
সহজিয়া শব্দ- খড়ি যে দিকেই রাখি
স্বপ্নিল সালেম আলি এঁকে যায় পাখি ।
পাখি ছেড়ে বলি , বাকি আঁকো দেখি সুখ
পঙক্তির পালে আঁকে প্রেমিকার মুখ !
এভাবে বিপদে ফেলা সামাজিক নয়
চারিপাশে চাপরাশ , চারু সংশয় ।
মনে মনে সহবাস হতে পারে নাকি ?
রসের শিকড়ে যাও , বেশি জানা বাকি ।
ভোরের পরাগে বেড়ে প্রেমের মুকুল
গোধূলিতে রামধনু মাতালিয়া ফুল ।
আয়ুর সময় কম , প্রেমের কি বোঝে ?
কবিতা সবিতা -হৃদি , বারংবার খোঁজে !
আমার কি দোষ বলো , বিপন্ন প্রেমিক
মনের ভিতরে মন , রেখো প্রাণাধিক !