পেয়ালা বোঝাই চায়ের টানে ঘুমের শরীর জাগছে প্রাণে
সোনার রোদে কি কথা ঐ পাখিটা আজ বলে যায়
আলোয় এখন ভাসবে ভুবন ;
চায়ের কাপে উঠছে হেসে প্রাণদায়ি সেই তপন ।
অর্থকড়ি চাওয়াপাওয়ার ভোগ বিলাসায়
পাগল ,দুখী, সবাই সুখী ঐ মোহনা আলোকময়
সূর্য যদি না ওঠে আজ ওসব যে খুব বদনামি
পেয়ালার স্বাদ দিই যদি বাদ,সূর্যটা হয় খুব দামি ।
ছুটে ছুটে যাই দূরে বটে ;রুপালি সমুদ্র তটে
যদি না থাকতো সূর্যটা ;হতাশ কথা বলে ব্যর্থতার
প্রাণিকুল পথিক সম ধরণীর দরবারে
মালাখানি করে চয়ন স্নিগ্ধতার বিচারে ।
রবি চলে আজীবন সহজ সরল অনর্গল
সূর্য রশ্মি জ্ঞাপনে পৃথিবী চিরন্তন নির্মল
স্মৃতি হয় পলায়ন,ডুবে যায় সূর্য
রকমারি অনুভূতি জীবনের প্রচ্ছদ ,টাঙ্গায় মাধুর্য ।
মেঘলা দিনে দেয়ার গায়ে ইতিহাস লেখা ছিল আমার
আগুয়ান বার্তার সূর্য মোছায় ব্যাথা
কাক,চিল, শালিক ,বক ওরা জানে সব
গণকের ঢোলক বলছে শ্লোক ;
আগামীর তরে রেখে গেলাম আমার স্মৃতির রব ।