ছড়ার বড়া রাঁধতে এসে
রথের মেলায় বসে,
দু’ছড়া কলা খেয়ে ফেলি
আনন্দেরই রেশে।
রথ দেখতে যাব ভেবে
বড়া রাঁধার শেষে,
চলে গেলাম টানতে দড়ি
যেন রাজার বেশে।
গিয়ে দেখি জগন্নাথ
নেমে এসেছেন পথে,
বলরাম আর সুভদ্রা
বসে আছেন রথে।
বলরামের পাশে গিয়ে
বসে পড়লাম আমি
রথ টানছে জগন্নাথ
নাকি অন্তর্যামী?