নানা রঙের নানা ঢঙের
মানুষ ভবে সাজে,
কেউবা অলস কেউবা কর্মী
যে যার মতো রাজে।
মুখের বুলি কারো মধুর
কারো তিক্ত কথা,
বিবেকহীন যে আছে অনেক
কেউবা বিবেক ভরা।
মিছে কথার চালবাজিতে
কেউবা আছে পক্ক,
কেউবা চলে সত্যের পথে
ন্যায়ধর্মটাই লক্ষ্য।
সেবার নামে মুখোশ পরে
কেউবা লুটে চলে,
ভালো মানুষ ফাঁদে পড়ে
ভাসে চোখের জলে।
মন্দ যারা ভাবছে নাকো
ছলনার এই খেলা,
চূর্ণ করবে দয়াল প্রভু
বুঝবে সেদিন ঠেলা