রঙবেরঙের বেলুন হাতে মুন্নী
ব্যস্ত রাস্তা অগণন মানুষ
জামা টেনে বলে ক্ষীণ স্বরে
নেবে গো বেলুন ;দাও যদি দাম
খাবার জুটাতে দুটি প্রাণ
হবে গো তোমার পুণ্যি..
ভ্রু কু্চকে কেউ বা বলে
এই মেয়ে তোর মাক্স নেই মুখে
রোগটা ছড়াস একে ওকে ছুঁয়ে
দু-দিন না খেলে মরবি না ওরে
ঘরে বসে থাক চুপ করে।
অবুঝ শিশু বোঝেনা কিছুই
জ্বরে ভুগছে মা তিন দিন
অন্ন জোটেনি আজও।
ঘন মেঘে ঘিরেছে আকাশ
নিষ্পাপ কলি কাঁপে বারবার
কান্নায় গলা রুদ্ধ।
হঠাৎ এক পথচারী ডাকে বলে
খুকু ;বেলুন নেব সবগুলো
দেব তোমায় কিছু বেশি দাম
প্রতিজ্ঞা কর এই ক্ষনে আজ
সিগনালে দাঁড়াবে না আর
আমি নেব তোমার ভার
তুমি যে দেশের ভাগ্য।
হঠাৎ এলে বৃষ্টি নেবে
মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে
একশত সূর্য লুকিয়ে ছিল
আজ আকাশ ভরা রৌদ্র।