রাধা-কৃষ্ণের যুগল মূর্তি বসিয়ে দোলায়
পালিত হয় প্রেমলীলা উৎসব কল্পনায়
পাঁচদিন ধরে নামগান চলে মথুরা বৃন্দাবনে
পরস্পর মেতেছিলেন প্রেমাস্পদে কুঞ্জবনে।
সেই রীতি প্রতিটি হিন্দু ও বৈষ্ণবের মননে
মহাসমারোহে শ্রাবণী পূর্ণিমায় দোহে ঝুলনে
দ্বাপর যুগেই এসেছিলেন কৃষ্ণ নামে অবতার
কৃষ্ণ-শরীরের বাম অংশ থেকেই জন্ম রাধার।
বৈষ্ণব তত্ত্বে রাধার শক্তিতেই কৃষ্ণ বলবান
শ্রীকৃষ্ণের আটটি লীলার কথাই বলে পুরাণ
আট সখীর সাথেই ঝুলেছিলেন দোলনায়
পূর্ব থেকে পশ্চিমে,দুলে যুগলে খুশী মথুরায়।
ঝুলন পূর্ণিমার সামাজিক দিক হল রাখিবন্ধন
হিন্দু জৈন শিখরা করে এই উৎসব পালন।
বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে মঙ্গলকামনায়
তাই ইন্দ্রাণী ইন্দ্রের হাতে রক্ষাকবচ আশঙ্কায়।
ভারত আক্রমণ করলে আলেকজান্ডার
স্ত্রীর পাঠানো সুতোয় পুরু রাখেন আবদার
পরিবেশে “যম” তত্ত্ব বেশি থাকে এইদিনে
ভাইয়ের ক্ষতির আশঙ্কা দূর হয় রাখীবন্ধনে।