শহিদ ভায়ের রক্তে আঁকা
নিশান সবুজ লালে,
স্বাধীনতার সূর্য উঠে
আমার দেশের ভালে।
ডিসেম্বরের ষোলো এলেই
বুকটা কেমন করে,
বাংলা মায়ের আঁচল ভিজে
ব্যাথার বাদল ঝরে।
শহিদ শত ভাই হারিয়ে
পেলাম স্বাধীন ভাষা,
বাংলা ভাষা ঘিরে সাজে
কত স্বপ্ন আশা।
সালাম রফিক শফিক জব্বার
মায়ের দামাল ছেলে
তাঁদের আত্মদানে তবেই
বাংলা ভাষা মেলে।
লাল সবুজের স্বাধীন নিশান
স্বাধীন দেশে রাজে,
লাখো কবির কাব্য গাথায়
শহিদ কীর্তি সাজে।
রক্তে আঁকা বিজয় দিনটি
সবার প্রাণে মনে,
শহিদ স্মৃতির অঞ্জলিতে
অমর শ্রদ্ধার সনে।