মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবী নেতাজী তোমার কাছে,
বুকের শোণিতে ভারতবাসীর কত ঋণ জমা আছে!
বুকের গভীরে উঠেছিল জেগে পরাধীনতার ব্যথা ,
তাই সশস্ত্র সংগ্রাম ,পেতে মুক্তির স্বাধীনতা।
এসেছে তেইশে জয়শঙ্খ বাজিয়ে যুদ্ধভেরী,
মুক্তি যোদ্ধা নেতাজী সুভাষ ফিরবে কি ত্বরা করি!
ইংরাজকুল ভীত হয়েছিল , হয়েছিল বেসামাল,
বুঝেছিল এই কামানের গোলা ঘটাবে টালমাটাল।
বারে বারে তাই কারার আঁধারে দিনলিপি হতো লিখা,
জাগ্রত ছিল অন্তরালের চির হোমাগ্নি শিখা।
পরাধীনতার ব্যথা বয়ে বুকে ক্ষিপ্ত যে মন প্রাণ,
নয় অহিংসা ,পথ ছিল তার সশস্ত্র সংগ্রাম ।
উদ্যোগে তাঁর, উন্নত শির, অমলিন মহিমায়,
স্বাধীন পতাকা উড্ডীন হলো ভারতের কোহিমায়।
বীর বিপ্লবী দীপ্ত পুরুষ রক্তে নেতাজী জাগে,
বুকের ভেতর পেতেছি আসন রক্তিম অনুরাগে।