যেদিন এসেছি ফেলে দিনলিপি ডানা মেলে
কোলাহলে পিছু ফিরে দেখি
অমূল্য স্মৃতি যেন পুরাতন সোনা হেন
আলাপনে কিছু কথা মেকি !
সুয়োরাণী থাকে সুখে দুয়োরাণী কাঁদে দুখে
সুমহান রূপকথা মেলা
সপ্তকে বাজে সুর সুহাসিনী সুমধুর
সুশোভিত মেঘরোদ বেলা ।
স্বজাত্য শামিয়ানা শাসনের পরোয়ানা
হৃদ্যতা জীবনের নাম
নদী তীরে ছুটোছুটি মারামারি হুটোপুটি
কাঁঠালের ছায়া ঘেরা গ্রাম ।
জেলেদের মাছ ধরা জোরে জোরে বই পড়া
খোলা মাঠে কচিকাঁচা ভীড়
আষাঢ়ে শ্রাবণ ধারা , আলোছায়া মন কাড়া
কাক ভেজা বাবুই-এর নীড় ।
ভাদ্রের মিঠে তাল শিশিরে শরৎ কাল
পুজোময় আশ্বিন মাস
বাতাসে ঢাকের বোল খুশিময় উৎরোল
কাঙ্ক্ষিত নব উচ্ছ্বাস ।
হেমন্তে পাকা ধান কিশোরীর অভিমান
কোনো এক গোধূলির শেষ
সন্ধ্যার হাতছানি শঙ্খের কানাকানি
প্রদীপের শিখা অনিমেষ ।
পৌষের পিঠেপুলি , নলেন গুড়ের ঝুলি
রাতভর লেপ ঢাকা ওম
সবজির সমাহার , পুষ্পের কি বাহার
হরেক মেলার আয়োজন ।
ফাগুনের পলাশে , প্রেমে মিঠে রঙ আসে
ফাগুয়ার ফাগে রাঙা দোল
সজিনার সাদা ফুল , গাছ পাকা টোপা কুল
আম্র শাখে হাসে বোল ।
গাজনের বাদ্যি , ভোলে কার সাধ্যি
হেঁদোলের উৎসব সাজ
চড়কের পুজো হয় , খুশি মন বরাভয়
ভুলি সবে পড়ে থাকা কাজ ।
ফিরে আসে মেয়েবেলা , ডাকে লুকোচুরি খেলা
গ্রীষ্মের একলা দুপুর
পুতুলের বিয়ে হবে , জানিনা কোথায় কবে
কন্যকা দু’পায়ে নূপুর ।