যে কোন জন্মই মৃত্যুর দিকে ক্রমশই ঠেলে দেয়,
টেনে নিয়ে যায়
প্রতিদিন জীবন থেকে একটু একটু করে প্রাণ কেড়ে নেয়,
তবুও মানুষ প্রত্যাশার ক্ষীণ আলো জ্বেলে রাখে মনে
সব প্রাপ্তি পেতে চায় তার একার জীবনে।
গাছ জানে, ফুল ফল জানে,জীবনের নেই কোন মানে
তাই তারা নির্দিধায় ঝরে যায়,
আসলে তারা ঝরে যেতে জানে,
তবুও মানুষ তার বিচিত্র জ্ঞানে
জীবনের মানে খুঁজে হয়রান হয়,
যে কোন জন্মই মৃত্যুর দিকে ক্রমশই ঠেলে দেয়,
টেনে নিয়ে যায়।