যেমন চালান জগত প্রভু চলি তেমন করে,
মন্দ ভাগ্যে জীবন তরী চলছে কষ্টে ভরে।
সুখ পাখিটা ধরতে গিয়ে চেষ্টা করি যত,
ফাঁকি দিয়ে পালায় কেবল দুঃখ দিয়ে তত।
অভাব জ্বালায় অভিমানে দু’চোখ জলে ভাসে,
সবটা জেনে তবুও তুমি থাকছো না মোর পাশে।
দিনেরাতে খেটে চলি পাইনে সুখের দিশা,
কবে প্রভু কাটবে বলো অভাব নামের নিশা?
বুকের মাঝে দুঃখ ব্যথা আছড়ে বারে বারে
তুমি ছাড়া এই ধরাতে বলতে নারি কারে।
ঘর পরিবার স্বস্তিতে নেই অভাব নিত্য গ্রাসে,
হয়না সহায় আপন স্বজন বিপদ কালে পাশে।
কলুর বলদ হয়ে আমি খাটলাম যাদের জন্য,
দুঃসময়ে পাশ কেটে যায় করে নাকো গণ্য।
মানুষ কেমন সাপের মত খোলস বদলে ফেলে,
এদের সুখটা দেখতে দিলাম বুকের রক্ত ঢেলে।
জীবন আয়ু দমের বায়ু অমর কেহ নহে,
মানব জনম স্বল্পক্ষণের বিধির নীতি কহে।
প্রভুর চরণ নিত্য স্মরণ ভুলি নাকো কভু,
যেমন চালান মনে ভাবি সাথে আছেন প্রভু।