অশ্লীল অনিয়মের অন্ধকারে থাকতে থাকতে
গা- সওয়া হয়ে যাচ্ছে চোখ ।
যে চোখ একদিন আগুনের আলপনা
এঁকেছিলো সভ্যতার আঙিনায় ,
সে এখন আগুন নেভার অপেক্ষায় ।
কেননা এ আগুনে কোনও আলো নেই ।
সততার মৃত্যু মিছিল লিখলে
মিছিল শব্দের অপমান করা হয় ।
কি লিখি কি লিখি ভাবতেই
আসল আলোর মশাল জ্বলে’ ওঠে
বিনিদ্র পৃথিবীর আহ্নিক কর্নিয়া কূলে ।
প্রকৃতির সৃষ্টিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে যারা
তারাই একে অপরের মুখোশ বদলে নিচ্ছে ।
মুড়ি মুড়কির মতো মুখোশ ব্যবহারে
বিশুদ্ধ বহুরূপীগণ বেদম লজ্জা পাচ্ছেন ।
যেমন খুশি তেমন সাজো’র
স্কুল দিন আর নেই ।