আসলে ভবে যেতেই হবে
কালের নিয়ম মেনে,
সংসার মঞ্চে অভিনয়টা
স্বল্পক্ষণের জেনে।
আসবাব দামী ,অট্টালিকা
বিলাস ব্যসন ছাড়ি,
যেতে হবে শূন্য হাতে
এলে শমন গাড়ি।
জীবন মেয়াদ স্বল্প জেনে
সচেতন মন দিয়ে,
কল্যাণ কাজে সময়টা দাও
প্রীতির ভাবটা নিয়ে।
শেষের দিনে দয়াল বিনে
কেউ রবে না সাথী,
দিবানিশি নাম ধ্যানে তাঁর
জ্বালাও হৃদে বাতি।
দম ফুরালে প্রাণপাখিটা
যাবেই উড়ে জেনো,
থাকতে সময় আর হেলা নয়
জ্ঞানীর কথা মেনো।