সময় তালে বয়েস বাড়লেও
শৈশব বুকের ভাঁজে,
অবসরে মনটা পিছোয়
ছেলেবেলার মাঝে।
বিকেল বেলা নানা খেলা
ফুটবল আর ঘুড়ি,
ঘরে ফিরে মায়ের হাতের
তেল মাখানো মুড়ি।
বেশতো ছিলো জীবন তাঁদের
হাসি খুশি ভরা,
এখন সবাই নিগর বাঁধা
শুধুই লিখা পড়া।
আজকের দিনে অভিভাবক
ছেলেমেয়ে নিয়ে,
প্রতিদ্বন্ধী মনোভাবে
চালান শাসন দিয়ে।
ঘড়ির কাঁটায় স্কুল, টিউশনি
রুটিন মেনে চলে,
শাসন ফাঁদে মনটা কাঁদে
চোখটা ভরে জলে।