ক্লান্ত ভীষণ মুখোশে মুখোশে
তাই নোনা ঢাকতে উগ্র মেকাপ।
শব্দ দিয়ে রাত ঢাকেনা
শুধু জন্ম নেয় কিছু জোনাকি।
হাত বাড়িয়ে হাত আসে
ইচ্ছের অগুন্তি লাশ।
স্বপ্নের অপমৃত্যুতে
নীল শরীর।
কথারা জন্ম নেয়
হারিয়ে যাওয়ার জন্য
অথচ স্মৃতি সব উইপোকা।
পা দুটো ঘর বাঁধতে চাইলেও
মন অকারণ যাযাবর হয়।