সব দেখা,দেখা নয়
প্রতিটি অদেখার ভেতরে
তৃপ্তির দেখা থাকে
আমি যখন খুব একা
চুপ অন্ধকারের মত
চাঁদের মত আত্মীয় বিহীন
নিজকে নিয়ে বসি
মুখ,মুখোশ ছিড়ে
পোষাকের বেড়া ভেঁঙে
পায়ের নিচে লেগে থাকা পথগুলিকে
এক জায়গায় জড় করে জেনেছি
প্রতিটি আসার যাওয়া থাকে
সব দেখা,দেখা নয়
প্রতিটি অদেখার ভেতরে
তৃপ্তির দেখা থাকে
আমি যখন খুব একা
চুপ অন্ধকারের মত
চাঁদের মত আত্মীয় বিহীন
নিজকে নিয়ে বসি
মুখ,মুখোশ ছিড়ে
পোষাকের বেড়া ভেঁঙে
পায়ের নিচে লেগে থাকা পথগুলিকে
এক জায়গায় জড় করে জেনেছি
প্রতিটি আসার যাওয়া থাকে