তীব্র যন্ত্রনায় কুঁকড়ে পড়ে পথের ধারে
ওই যে ছোট্ট শরীরটা,
কে ওই বালিকা দেখতে তুমি পাওনা
পাও কি তারে দেখতে?
নাকি দেখেও তুমি দেখতে চাওনা,
কোনটা সত্যি ?
দশ তলার জানালা থেকে শুধুই কি
আকাশ দেখ-
আর কিছুই কি তুমি দেখতে পাওনা?
পরে না কি চোখ মাটিতে
তোমার মাটির পড় আইআইআইআছে যারা,
তাদের কি তুমি দেখ না?
জাননা কি তীব্র জঠর জ্বালায় জ্বলে
কেমনে হয়ে যায় স্থবির তারা,
তাদের কি নেই অধিকার বাঁচবার ?
একমুঠো অন্ন দাও বলে,
হাহাকার যে করে মরে মোটে শুনতে
তো তুমি পাওনা।
জঠর জ্বালার যন্ত্রনা তুমি বুঝবেনা তা
অন্ন ধংস করা …
সেতো তোমার প্রকৃতি, অভাবের কথা
তুমি মোটেও জান না।
কি ভীষণ কষ্ট কি ভীষন নরকযন্ত্রনায়
লুটায়ে থাকে পথের ধারে,
ব্যস্ত শহরের আরো ব্যস্ত সে মানুষজন
ফিরেও কখনো দেখে না তারে।
তবু তারা বাঁচে শুধু আশা নিয়ে বাঁচে
এই সুন্দর পৃথিবী দেখিবার তরে।