যদি আর কাউকে কখনো জড়িয়ে ধরো
সে যেনো হই আমি; যদি কোনো থরোথরো
ঠোঁটে রাখো ঠোঁট, সেই ঠোঁট যেনো হয়
আমার পাগল ঠোঁট; যদি কোনো হাত জয়
করে তোমার সোনালি দেহ, যেনো সেই হাত
হয় আমার দু-হাত; পুলকে শয্যায় কাটে রাত
যদি কারো সঙ্গে সে যেনো হই আমি; যদি বুকে
দীর্ঘশ্বাস জমে, শুয়ে থাকো হঠাৎ অসুখে,
আমি যেনো হই সেই জ্বর, মাথা ধরা, যদি কেউ
সোনার খনিতে ঢোকে, আর শ্রাবণের ঢেউ
হয়ে দোলায় তোমাকে, আমি যেনো হই সেই নদী;
পুলকে বিভোর হয়ে কাউকে কখনো বলো যদি,
‘প্রিয়, ভালোবাসি, তোমাকেই আমি দিবাযামি’,
সে যেনো আর কেউ নয়, হই শুধু আমি।