যখন যেখানে যাই দৃষ্টির ভীড় ঠেলে
চোখে চোখ উর্বশী ভৈরবী ভাসো ।
বয়সী বিকেল বায়ু তোমাদের মুখে মুখে
সাংসারিক গপ্পো হয়ে সমীচীন হাঁটে ।
যেমন হওয়ার ছিলো
তার থেকে নয়ছয়ে কেঁচে ছেঁচে বাকিটা হয়েছে ।
সফল ঐকতানে
সাময়িক ঢাকা পড়ে আংশিক উষরের জ্বর ।
ফিরে যাও , ফিরে আসো
অমল বিমল আর কমলের বংশলতিকা
হুবহু দৃশ্য এক দৃশ্য দুই দৃশ্য শেষ
দৃশ্য শুরু আয়ু ।
এবং ইন্দ্রজিত আমি
হয়তোবা আরও কেউ কেউ
বিশুদ্ধ ভোরের বোতাম খুলে
ব্যতিক্রমী বাতাসের বন্ধু হতে চাই ।
ঋণস্বীকার :– বাদল সরকার
নাটক :– এবং ইন্দ্রজিত