আমি তোমার চোখে মায়া দেখেছিলাম, জাদুকর ভাবতে শুরু করেছিলাম।
চোখের সামনে অযৌক্তিক সবকিছু-কে ভালো লাগার মতো করে তোলে জাদুকর, ঠিক তেমনই তুমি এসে জীবনটা কেমন সুন্দর করে দিলে, গুছিয়ে দিলে, সব খারাপ লাগা উধাও করে দিলে;
আমি ভাবতাম আমি সুখী।
আমি শুধু জানতাম না, সে সুখ আমার মত অনেকেই উপভোগ করেছে, আরও অনেকে করতে চায়।
তুমি মায়াবিনী জাদুর মত নিজেকে বিলিয়ে দিতে চাও আর পাঁচজনকে সুখী করতে।
তারপর একদিন হিংসুটে আমি বললাম, “আমি ভাবতাম এই তুমি শুধু আমার, আমার একার। কিন্তু তুমি তো অনেকের, আমার এ সুখ লাগবে না।”
তুমি কিছুটা কষ্ট পেয়ে বলেছিলে, “আর কাউকে ভালোবাসতে পারবো না”।
মাটির মানুষ আমি চাইনি তোমার এই বিশাল ক্ষমতা বিলুপ্ত হোক, আমি শেষবারের মত বলেছিলাম
“প্রত্যেকেই জীবনে একজন মায়াবিনী চাই, সুখের মত জাদু চায়। সেই জাদুর খোঁজে কেউ এলে তাদের ফিরিয়ে দিও না..”
আমি জানতাম না তুমি আমায় এতটা মান্য করো। কি অদ্ভুদ ভাবে আজ অবধি কাউকে ফিরিয়ে দিতে পারলে না!