মৌসুমী আয়ুর পেয়ালা (Mousumi Ayur Peyala)
এসো না দু’ জনে পাতি
সুখী সুখী শিরীষের ছায়া ।
ছায়াবাড়ি ঘিরে ঘিরে বয়ে যাবে
মনোনীত স্মৃতি স্মৃতি শিশিরের স্রোত ।
তারই মাঝে দুই মন
অবিকল টুংটাং মৌসুমী আয়ুর পেয়ালা !
তুমি বলো– রাজি রাজি
আমি দেবো প্রথম রোদের আলপনা ।
খুঁজে নেবো সেই বীজ
যে দেবে এমন ছায়া মায়া মনমতো ।
আমি বলি — ভাবনা লালনে ফোটে
ছুঁই ছুঁই কোজাগরী জুঁই ,
আসি আসি আলো আলপনা ।
একবার ছুঁয়ে দিলে
তুমি আমি সংসারী , ফের সাধারণ !