নিশ্চিহ্ন হোক লোভের দৌরাত্ম
আয়নায় ভাঙবো ও পাপমুখ
আর কেউ রইল না আর বিশ্বস্ত
সুযোগ পেলেই খোঁজে অসম সুখ।
বুকের ভেতর হানছে আঘাত
ভুতের মুখে আহর্নিশ রামনাম
অ-সতী তোর কতই স্যাঙ্গাৎ
বীর্যপাতের গ্রাসাচ্ছদনে হতোদ্দম।
চিত্ত বেবাক ভুলেই গেছে
বিত্ত প্রবল থেকে প্রবলতর
ঘষছে, মাজছে,শুধু সাজছে
মুখোশের ভারে বুক ধড়ফড়।
খাচ্ছে এতো বড় বদহজমে –
উদগারেতে ঢালছে হড়হড়
পৃথিবী ব্যাপী কমুনিউজমে
সবাই কী এখনও সরগর?