সতেজ করিতে শুষ্ক ফুলের বনে
নিয়ে আসি বারিধারা,
নুয়ে পড়া যত সবুজ পাতারে
ঢাকি আমি ছায়া দ্বারা।
শিশিরে শিশিরে সিক্ত করিয়া
ভাঙাই কুড়ির ঘুম
মেঘের রাজ্যে চলে মহোৎসব
ফুল ফোটানোর ধুম।
শিলা বৃষ্টিতে সাদা করি আমি
সমতল ভূমি বুক,
বর্ষার জলে ভেসে যাই তবু
সে ভাষাতে মেলে সুখ।
নিয়ে আসি যত অশনি ঝলক
আকাশের বুক চিরে,
গগনে সঘন দামামা বাজিয়ে
ধরণী ভাসাই নীরে।
বর্ষণ শেষে যাই নিরুদ্দেশে
জানেনাতো আমি কোথা,
মারা গেছি ভেবে বাতাস ও সূর্য
গম্বুজ বানায় সেথা।
নেইকো মৃত্যু নেই ব্যাধি জ্বরা
অমর আমি এ ধামে,
পরিচিত আমি এই ধরণীতে
ধরণী দুহিতা নামে।
রূপ থেকে রূপে,অরূপে অরূপে
ভূলোকে দ্যুলোকে খেলা,
নীল সে গম্বুজ ধ্বংস করিয়া
ভাসাই মেঘের ভেলা।
———- ইংরেজ কবি শেলীর “THE CLOUD”কবিতারঅনুসরণে