অবসাদ নিভলে জন্ম নেয় সুখ
এখন চা কাপের প্রেমে পড়াটাই
দরকারি মনে হচ্ছে
সজনে ফুলের মতো আশা গুলোতে
ঠাণ্ডা জল দিচ্ছি অনবরত
তোমার (কবিতার)ক্লান্তিহীন চোখ
আমাকে ভীষন রকম পরিশ্রমী করে তুলছে
কতটা ভাঙলে
একটা নিখুঁত দেহ তোমায় উপহার দিতে পারব
সেটাই ভাবতে ভাবতে…
হেঁটে চলেছি