মুখোমুখি দুই রাজা ও সৈন্য সমাবেশে
পুড়ছে মনের ভেতর মন ঠিক তখন,
তথাগত যাক না ভেসে
চোখের পাশে বেনোজলে হু হু করে,
নজর শুধু দৈত্য ঘিরে আহ্লাদ
আর পটের বিবির মাঝখানে।
দু -দশটা লাশ ব্যাস ব্যাস
যথেষ্ট নয় রক্তখেকোর কাছে,
লোলজিহ্বায় টেনে নেয় স্পর্ধিত মুখ
মুঠো মুঠো ছড়িয়ে আগুন,
বাড়ি -ঘর-সংসার সবকিছু পুড়িয়ে
ঘৃতাহুতি তারপর,
উলু-খাগড়া আছি বসে প্রাণটা দেব বলে।
এভাবে পঞ্চভূতে যাই বা না যাই
সলিল-সমাধির হাজার প্রকরণ
মৌমাছির মতন গুন গুন গুন গুন করে
কক্ষপথটা বানায় মজবুত,
তারপর ঘুরছি, চক্রাকারে সমানে ঘুরছি
মাথার ঘিলু প্রচুর তাপে ফুটছে টগবগ,
তবুও মানতে অনীহা এটাই আমার শাস্তি-
গতস্য শোচনা নাস্তি ।