কতগুলো রঙ ধুয়ে গেলে
একটা নিরেট রাতের জন্ম হয় বেশ জানি
পঙ্গু মানুষ
অ্যাসিডে নষ্ট হওয়া মুখ
নগ্ন শিশুর ক্ষুধাতুর চোখ
স্বামী ছেড়ে দেওয়া নারী
শুকিয়ে যাওয়া নদী
ভেঙে যাওয়া ঘর
পালক ছেঁড়া পাখি…
সবাই কে পাশাপাশি বসিয়ে রেখেছি
তাদের এক অন্য পৃথিবীর
ঠিকানা দেব-
বেশ দেখতে পাচ্ছি –
মাটির অগুনতি বৃন্ত থেকে
ঝুলছে অগুনতি চাঁদ
ওরা থালা পেরে নিক
শব্দ থেকে জন্ম নেওয়া নতুন ধান
হাতের কাঁচা আগুনে সেদ্ধ করে
ওরা মনের হাঁ মুখে
অমৃত ঢালুক