জীবন এখন আলস্যে ভরপুর
বাজে না আর সে পায়ে নুপুর
জীবন সায়াহ্নে এসে ভাবে মন
সবুজ বনানী কি ভাবে এমন?
নীল আকাশ দিগন্ত প্রসারী
রাতের আঁধারে আমি নিত্যপ্রহরী
একদিন জ্যোৎস্না মাখা আলো
বললে ঘুচাও মনের কালো
রঙিন স্বপ্নে রাঙিয়ে মন
সাজাও জীবন সবুজের মতন
মুখরিত বৃষ্টি জীবনের শেষ অধ্যায়
স্মৃতি মায়াময় জীবন সন্ধ্যায়
মুগ্ধ করেছিল তার যে চাহনি
আজও তো আমি তা ভুলিনি।