আর্শিতে মুখোশ ছবি
চমকে ওঠে আবার
শান্ত নদী পাপের হাতে
পথটা চেনে যাবার।
কালের কালি জলে ধুয়ে
ঠকঠকায় হাত পা
অবোধ ছেলে বুঝতে পারে
যাচ্ছে পুড়ে সারা গা।
ভালো করে ভাবনাগুলোয়
দিলাম কষে চূণকাম
গলি ছেড়ে রাজপথেতেই
পা ফেললে ছোটে যাম।
যমের মুখে হাসির ছটায়
উথাল-পাথাল চিহ্ন
দেখেই লাগে ঘি-য়ে আগুন
বিষম হীনমন্য।
মাথার পোকা উস্কানি দেয়
ভালোবাসার ছল
গোঁত্তা মেরে খুলে রাখি
বদমেজাজি কল।
ছৌ-নাচেতে খুঁজে পেলাম
মনোলোভা সঙ্গীত
অসময়ে লালকণিকায়
প্রবল হলো শীত।
মুখটা ঢেকে হারিয়ে ফেলি
অনেক কিছু পাওনা
এমন সুখের গলা টিপে
মেরেই ফেলে দাও না।