সামনে যা কিছু দেখি
সকল সত্য নয়,
অন্তর মাঝে গুপ্ত থাকে
আসল পরিচয়।
স্বার্থান্বেষী মানুষ এখন
রয় যে মুখোশ আঁড়ে,
ভিড়ের মাঝে থাকে মিশে
চিনতে কেউ না পারে।
এমন অনেক মানুষ আছে
উপরে উদার ভাব,
অন্তর মাঝ লোভি অতিশয়
সুযোগ সন্ধানী হাব।
গেরুয়া বসন পড়লেই সবে
সাধু নাহি হয়,
ছদ্মবেশী হয়তোবা খুনি
সাধু সেজে রয়।
আবার আছে এমন অনেক
নারীর সম্মান জন্য লড়ে,
সেই মানুষই আপন ঘরে
স্ত্রীকে নির্যাতন করে।
তাইতো বলি সামনে দেখে
যায়না মানুষ চেনা
সমাজ মাঝে মুখোশধারী
আছে অনেক চেনা অচেনা।