যদি মুছে ফেলতে পারতাম ,
জরাজীর্ণ এই আমিটাকে !
সমস্ত দগদগে ক্ষতগুলোকে ,
শুকনো গোলাপের আচ্ছাদনে ঢেকে ,
নতুন বেষ্টনীতে আবদ্ধ করতে পারতাম !
সমস্ত মলিনতার মরচেগুলো ছিন্ন করে ,
স্বতঃস্ফূর্ত আমিটাকে উন্মোচন করতে পারতাম !
আমার আমিকে চিরতরে বিদায় দিয়ে ,
নতুন আমিত্বের সন্ধানে ,
তবে বাসবদত্তাকেও সঙ্গে নিতাম !
প্রকৃতির রূপ রস গন্ধকে ,
নিজের সত্তায় মিশিয়ে নিতাম ।
সকল কাল রাত্রির ঘটুক অবসান ।
রজনীগন্ধার গন্ধ মেখে ,
পারদের গা ঘেঁষে বিন্দু বিন্দু করে ,
চুঁইয়ে পড়ুক সুখটান !!!