স্বপ্নের অসামঞ্জস্য ব্যাপ্তি বড্ড বেমানান,
দৈর্ঘ্য দীর্ঘ হয়ে হয়ে শুষে নেয় দিগন্ত,
আড়মোড়া ভাঙে নৈব্যক্তিক প্রহর মিথ্যে সংলাপে,
তবু জাল বুনে চলে বেহায়া চোখ দুটো,
মনের যোগ্য সঙ্গতে স্বরলিপি লেখে নিখুঁত উচ্চারণে………
শুকনো গাছের সরু ডালে লেগেছে সবুজের ছোঁয়া,
মাথার উপর নীল আকাশের এখন অন্তহীন ডানা,
ভেসে যাবার ছলে সুখের উল্কি আঁকে নিরন্তর,
ভাবনার পালতোলা নৌকা বায় নির্মেঘ মোহনায়……
নিবিড় মন এখন প্রলুব্ধ বাতাসে মাখোমাখো,
কাজল টানা গভীর শেকড়ে খোঁজে তন্ময়তা,
সম্পর্কের চেনা স্রোতে স্বচ্ছতার মুক্তো বিন্দুর সাবলীল ধারা….