হে বাঙালি,
হে পশ্চিমবঙ্গবাসী,
তোমরা কান খুলে শোনো।।
তোমাদের আরও একটা ক্ষুদিরামের প্রয়োজন
তোমাদের আরও একটা চিত্তরঞ্জনের প্রয়োজন
তোমাদের আরও একটা প্রফুল্ল চাকী, মাস্টারদা সূর্যসেন প্রয়োজন
তোমাদের আরও একটা বাঘাযতীন প্রয়োজন
তোমাদের আরও একটা বিনয়; বাদল; দীনেশ প্রয়োজন
তোমাদের আরও একটা কাজী নজরুল প্রয়োজন
তোমাদের আরও একটা নেতাজি সুভাষের প্রয়োজন
তোমাদের আরও একবার স্বাধীনতার আন্দোলনের প্রয়োজন
হ্যাঁ, তোমাদের আরও একবার স্বাধীনতার আন্দোলনের প্রয়োজন।
হে পশ্চিমবঙ্গের নারী সমাজ
মা …;বোন …;
তোমরাও কান খুলে শোনো।।
তোমাদের আরও একটা মাতঙ্গিনী হাজরার প্রয়োজন।
তোমাদের আরও একটা বেগম রোকেয়ার প্রয়োজন
তোমাদের আরও একটা তসলিমা নাসরিনের প্রয়োজন
তোমাদের আরও একটা ঝাঁসির রানী লক্ষ্মী বাঈ প্রয়োজন
তোমাদের আরও একটা সরোজিনী নাইডু প্রয়োজন
তোমাদের আরও একটা ম্যাডাম ভিকাজি কামার প্রয়োজন
তোমাদের আরও একটা বেগম হজরত মহল প্রয়োজন
তোমাদের আরও একটা অ্যানি বেসান্ত প্রয়োজন
তোমাদের আরও একটা অরুণা আসফ আলী প্রয়োজন
বাংলার মা বোনেরা ……..
তোমরা ওঠো ….জাগো…..
প্রয়োজনে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো
তোমাদের সম্ভম রক্ষায় তোমরাই এবার অস্ত্র ধরো
এই পুরুষতান্ত্রিক সমাজের রাক্ষসের হাত থেকে তোমাদেরও মুক্তি চাই, মুক্তি চাই।
এই পাশবিক অত্যাচার হতে তোমাদেরও মুক্তি চাই।
হে পশ্চিমবঙ্গবাসী …….
দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বল…
আমরা সকলে আজ মুক্তি চাই….
মুক্তি চাই…….
মুক্তি চাই……