আড়ালের আবডালে ঢাকা পড়ে গেছে লক্ষণরেখা,
জীবন বয়ে চলে সমান্তরাল অক্ষয়বৃত্তে,
ব্রাত্য অধ্যায়ে পড়ুক যবনিকাপাত,
তবু অনুসন্ধিৎসু চেতনা রেখে যায় কিছু প্রশ্ন…..
এখন তো বইছে মুক্তির উৎফুল্ল বাতাস,
ঘেরাটোপে বন্দী যাপন আর নয়,
পাললিক যন্ত্রণার শিলালিপিতে লেগেছে প্রশান্তির গভীর প্রলেপ,
শুধু ভেসে যাওয়া বিন্দু বিন্দু পূর্ণতায়…….
নির্দিষ্ট সীমানায় আবদ্ধ হোক শিষ্টাচারের সীমারেখা,
যেখানে সম্পর্কের উষ্ণতা ছুঁয়ে যায় হৃদয়ের বন্ধন,
সুখরেখায় স্পন্দনে এক সুত্রে বাঁধা পরিবার,
লতাগুল্মের মত একে অপরকে জড়িয়ে রাখে আষ্টেপৃষ্ঠে,
অবাধ সুষ্ঠু বৃত্তে আবর্তিত হয় প্রত্যয়ী প্রহর,
গোধূলির অস্তরাগে উদ্ভাসিত হয় জোনাকির বিনম্র আলো……
পরিযায়ী পাখি বাঁধা পড়েনি দিগন্তের বিশালতায়
আড়ালের আবডালে ঢাকা পড়ে যাক মুক্তির গহীন সুখে……….