সবাই দেখি ব্যস্ত ভীষণ ,
ব্যস্ত কাজের চাপে ।
আমার মতো ব বা বলো আছে ?
গাছের ডালে ছোট্ট পাখি
আয়না পাখি চুপি চুপি ,,
বললে পাখি,সময় নেইকো খুকি
বাঁধতে হবে বাঁসা,ডিমের সময় হলো বুঝি ।
ওই তো টমি,আয় না কাছে
আদর করে দি ,,
বললে টমি আজ হবে না ,,
ঐ পাড়াতে ভোজের ব্যাপার আছে ।
জমছে খাবার পথের ধারে
লাইন পড়ে গেছে ।
পথের ধারে ছুটকে টিয়া ,
বসে সে মগডালে ,
ডাকলে বলে আর বেঁধোনা ,
আমায় খাঁচার মাঝে ।
শুনে আমি স্মিত হেঁসে ,
বললাম মনে মনে ,
মুক্তি আমার গাঁথা আছে ,
অচিন্ত্য ঐ লোকে ।।