ভেদ ও অভেদ কয়েনের পিঠ
সব মানবের সৃষ্টি,
স্বার্থে আঘাত লাগলে পরে
তখন পড়ে দৃষ্টি।
জগৎ সভায় জীবন খেলায়
ভেদাভেদের খেলা,
অর্থ দেখি অনর্থের মূল
বুঝবে যে তার বেলা!
খোকা কিছু ভাঙলে পরে
কেন যে রাগ করো!
তোমরাও দেখি ধেড়ে খোকা
দেশকে ভেঙে লড়ো।
মানবতা শুকিয়েছে
জাগিয়ে ভাই তোলো
ভারত মাতার জয়ধ্বনি
সবাই মিলে বলো।
ধর্ম নিয়ে মারামারি
হয় না কেন বন্ধ!
ভেদাভেদ যে ক্ষতিকারক
সবাই দেখি অন্ধ।