আন্তর্জাতিক বইমেলাতে
উদ্বোধনে চলো,
বই’য়ের গন্ধ সবাই মিলে
পরখ করি বলো।
প্রবেশদ্বারের প্রতি স্টলে
অগণিত ভিড়ে,
লোকজনেরা এগোয় দেখি
অতি ধীরে ধীরে।
পাবলিশার্সের স্টলে শুনি
মশার নাকি বিয়ে!
উপচে পড়া ভিড় সেখানে
বইটি কিনতে গিয়ে।
মেলা হলো মিলন মেলা
নানান দেশের কবি,
তাঁদের লেখা রঙিন পাতা
লাগে যেন ছবি।