সত্যিকথা বলতে এখন
আমার আর ভাল্লাগে না
শোনার লোক নেই বলে নয়,
হয়তো আছে, হয়তো বা নেই
তবু আমার ভিতর থেকে
সত্যিকথা উঠে আসতে চায় না যেন
চারিদিকে মিথ্যে মুখোশ দেখে দেখে
মনটা আমার মুখোশপরা হয়ে গেছে।
এখন আমি যাপন করি
নিজের সঙ্গে মিথ্যে জীবন
এখন আমি রোপন করি
নিজের ভিতর বিষবৃক্ষ
এখন আমি নিজের কাছেও মিথ্যে বলি
পথটা বেঠিক জেনেও আমি সে পথ চলি
সোজাপথে চলতে গিয়ে
এখন আমি বাঁকাপথে ছিটকে পড়ি
মিথ্যে জীবন যাপন করে
এখন আমি সত্যি বলতে ভরসা পাই না।
পুকুরভরা জলে ডুবে আপন মনে
এখন আমি সত্যি বলি খুব গোপনে
কেউ শোনে না
এখন আমি ঘুমের ভিতর সত্যি বলি
আমি ছাড়া কেউ জানে না।