সত্যেরই জয় শুনেছিলাম দ্বাপর যুগে আমি
কলিযুগে জন্মে দেখি মিছে কথা দামি।
মিথ্যার সাথে আপোষ করলেই টিকবে তুমি
সত্যপথে চললে কাড়বে পায়ের তলার জমি
আঙ্গুল দিয়ে ভুল দেখালে তিরস্কার পাবে
নেকড়ে হায়নাদের আক্রমণে অকালে পরপারে যাবে।
সত্যেরই জয় শুনেছিলাম দ্বাপর যুগে আমি
কলিযুগে জন্মে দেখি মিছে কথা দামি।
মিথ্যার সাথে আপোষ করলেই টিকবে তুমি
সত্যপথে চললে কাড়বে পায়ের তলার জমি
আঙ্গুল দিয়ে ভুল দেখালে তিরস্কার পাবে
নেকড়ে হায়নাদের আক্রমণে অকালে পরপারে যাবে।