বিয়ের পরে বাপের বাড়ি
আসতে কত বাধা,
যাবার নামে তোয়াজ করা
সারেগামাপা সাধা।
বাঁশির সুরে জবাব মেলে
থাকনা পরে যাবে,
তোমা বিহনে মন মানে না
কানু কি সেথা পাবে।
যেতেই হবে শ্বশুর ঘরে
আদর পাবে কত,
জামাই বলে সোহাগ দেবে
শ্যালক আছে যত।
কিপটে স্বামী খরচ ভাবে
বাহানা কত ধরে,
জামাই পুজো নিয়মে মানা
ষষ্ঠী দিন তরে।
ইচ্ছে করে চেঁচাই জোরে
মুখের পরে বলি,
যাবোই চলে বাপের ঘরে
সংসারকে দলি।
করুণ চোখে তাকায় দেখি
আঁচল টেনে রাখে,
তোমায় ছাড়া বাঁচবো না যে
মিঠা কথায় মাখে।