তোমার তুলনা হয় না মা
তুমি যে অপরূপা
অসুরদলনী শক্তিময়ী
তুমি যে শতরূপা
অপত্য স্নেহ মমতাময়ী
তুমি দশভুজা স্বরূপা
রাগ ও ভালবাসা তোমার
অনিন্দনীয় যে অপা
নারীরূপে সংসার জীবনে
তুমিই একমাত্র সুতপা।
পেয়েছি বিপদে আপদে জীবনে
ভুলব না তোমার সে কৃপা।
তোমায় পেয়ে ধন্য আমি
বারে বারে তোমায় প্রণমী
শ্রদ্ধা ভরা পৃথিবী তুমি
জানে সে শুধু অন্তর্যামী।