সারাদিন মাথানীচু করে যে হাঁপায়
ছিলাম সবাই এতকাল তারই ছায়ায়।
লাগে কষ্ট বড়ই সেই মানবিকতায়
কিনতে হবে সেবা বিনিময়ে পয়সায়।
অসম্ভব স্নেহান্ধ বন্ধনের বড় মায়া
প্রান্তবেলায় সেবা করবে তাকে আয়া।
ভেবে ক্লান্ত হিমাঙ্কের ঘরেতে কায়া
মায়াবী ম্লান দৃষ্টিতে থাকে জায়া।
নিউটনের সূত্র বলে জীবন মায়ার ডোরে
গ্যালিলিও প্রমান করে পৃথিবী কক্ষপথে ঘোরে
পূর্ণতায় তৃপ্ত জীবন সুখ দুঃখের চক্রাকারে
পরিক্রমণ করে পৃথিবী কক্ষপথেই উপবৃত্তাকারে।
সুধীজনের মতামতে হিয়া বেদনায়
ভাবে মন যত্ন পাবে কি ক্রীতসেবায়?
নিথর ক্লিষ্ট শরীর তো জ্বলবে চিতায়
ছিন্ন হবেই চির বন্ধন অদৃশ্য মায়ায়।
আত্ম নিবেদিত প্রাণ তারই শুশ্রূষায়
চন্দন শীতল শান্তির নিদ্রা কামনায়
জীবন রুক্ষ্ম শীতের পাতা ঝরা বেলায়
মায়াবী বন্ধন পরলোকের অন্তিম যাত্রায়।