বিলোল কটাক্ষের মোহিনী ছায়ায়
অগোছাল আশ্চর্য পৃথিবী
অনেক মূহুর্তের করেছে সর্বনাশ।
সেই রাত ঘুরলেই দিন
অথবা দিনের পর রাত
গুটিসুটি আগাপাছতলা-
চাদরে ঢেকে যেন এসেছে সম্মোহন,
হেলেনার নির্জন দ্বীপে
নির্বাসিত বুঝি আমি -আমার বসবাস।
খুঁটে খুঁটে আজো নির্বিবাদে
যোগাড় করি অদ্বিতীয় রুটি ও ভাত।