হেঁটে হেঁটে আমি চলে গেছি কত দূরে
ফিরে আসবার কথা তো ভাবিনি ঘুরে
যারা পড়ে ছিল তাদেরও ডেকেছি সঙ্গে
এসে ছিল কেউ,কেউ বা মেতেছে রঙ্গে
এ ভাবেই গেছে দিনগুলি সব ফুরিয়ে
এখন হয়তো গিয়েছি কিছুটা বুড়িয়ে
শরীরে ও মনে তবুও ক্লান্তি আসেনি
স্বপ্নের আশা ছাড়িনি ওরা কেউই জলে ভাসেনি
হেঁটে হেঁটে পথে স্বপ্নের বীজ ছড়িয়ে গিয়েছি যত
তারাও জাগবে স্বপ্নে যারা ছিল আশাহত
স্বপ্পেরা সব দুমড়ে মুচড়ে যায়নি
যদিও সবটা সফলতা খুঁজে পায়নি।
এখনও স্বপ্ন ভবঘুরে চোখে দেখে
কবি কি সবটা কবিতায় তার লেখে?
ভাবতে ভাবতে সামনে এগোয় কবি
চোখে মুখে তার আঁকা স্বপ্নের মায়াছবি।