(১)
জলের অভিমান নেই কোন
নেই কোন বিরহ
জলের সব মুদ্রাই ভেসে আছে
সেই সর্বোচ্চ পর্বত শিখরে
আর তৃষ্ণার সব উপাদানই ছড়িয়ে
জলের গহিনে
সবাই সবার তৃষ্ণা মেটাতে মেটাতে
মায়ায় তারা জলকে এমন আপন করেছে যে
জলের আর এক নাম দিয়েছে জীবন ।
(২)
দু’চোখে ছিল অগাধ স্বপ্ন
ছিল অনন্ত নক্ষত্রের এক আকাশ আলো
খোয়া গেছে সে সব
শুকিয়ে নদীটির থেমে যাবার মতো
আর জ্বলে পুড়ে হয়ে গেছে খাক
মনের শরীর আর শারীরিক মন
আগুনের মতো গনগনে মায়ায় ।